চলে গেলেন অনলাইন বুলেটিন বোর্ডের জনক

২২ ডিসেম্বর, ২০১৯ ২২:৩১  
আমরা বর্তমানে যে সোশ্যাল নেটওয়ার্ক কিংবা অনলাইন ফোরাম দেখি তার ইতিহাস অনেক পুরাতন। ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে এসেছে বর্তমানের এসব মাধ্যম। আর এই মাধ্যমের সূচনা হয়েছিলো ডায়াল-আপ ইন্টারনেটের যুগে। ১৯৭৮ সালে র‍্যান্ডি সুয়েস এবং ওয়ার্ড ক্রিস্টেনসেন মিলে প্রথম অনলাইন পাবলিক বুলেটিন বোর্ড তৈরি করেছিলেন। আর তাই র‍্যান্ডি সুয়েসকে অনলাইন বুলেটিনের জনক বলা হয়। রবিবার মৃত্যুবরণ করেছেন ৭৪ বছর বয়সী সুয়েস। তাদের তৈরি কম্পিউটার বুলেটিন বোর্ড সিস্টেম (সিবিবিএস) একটি কেন্দ্রীয় জায়গা তৈরি করে, যেখানে কারো সাথে সরাসরি দেখা না করেই আইডিয়া তুলে ধরা, নোটিশ প্রকাশ করা এবং অন্যান্য আলোচনা করা সম্ভব ছিলো। সেই সময়ে এই কাজটি করা বর্তমানের মতো সহজ ছিলো না। ডায়াল-আপ মডেমের মাধ্যমে তখন একটি কাস্টোমাইজড পার্সোনাল কম্পিউটারে সফটওয়্যারটি পরিচালনা করা হতো। পরবর্তী কয়েক দশক পর ডায়ালআপ বুলেটিন বোর্ড সর্বপ্রথম অনেক মানুষের জন্য অনলাইনে দুনিয়ায় আসে। তারপর থেকে এতে অনেক ফিচার যুক্ত করা হয়। আর তারই ধারাবাহিকতায় এখন লাইভ চ্যাট, মাল্টিপ্লেয়ার গেম এবং অবশ্যই সোশ্যাল পোস্ট ফিচারটি আমরা বর্তমানে ব্যবহার করতে পারছি। ডিবিটেক/বিএমটি